ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চুলকাটিতে বিএনপি নেতা এম.এ সালামের মতবিনিময় ও বৃক্ষরোপন

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Friday, November 22, 2024 - 12:25 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 25 বার

চুলকাটি প্রতিনিধি
বাগেরহাটের সদর উপজেলার চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর ২ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও বাগেরহাট কৃষকদলের জেলা শাখার আহবায়ক আসাফ উদ্দৌলা জুয়েলের উদ্যাগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রধান সমম্বয়ক এম.এ সালাম। বিশেষ অতিথি ছিলেন বিএপি নেতা খাদেম নিয়ামুল নাসির আলাপ, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, শমসের আলী মোহন, সায়েদ আলী রবি, আবুল কালাম আজাদ বুলু , সরদার লিয়াকত আলী, মাহাবুবুর রহমান হিরু, ওমর আলী মুন্না,খানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: হাফিজুর রহমান, সাধারন সম্পাদক মো: বাবুল ফকির, মো: হাবিবুর রহমান, আমিুল ইসলাম মুক্ত সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী। এ সময় চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়, চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও চুলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রধান সমম্বয়ক এম.এ সালাম বলেন,“ ফ্যাসিবাদ সরকারের স্বৈরাচার ও অত্যাচারে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। ৫ আগষ্ট বিপ্লবের পর স্বাধীন মত প্রকাশ করার সুযোগ পেয়েছে। এতোদিন দেশের মানুষ ভোট দিতে পারেনি। সময় এসেছে দেশের উন্নয়নে যোগ্য নেতৃত্ব বেছে নিতে হবে। বিএনপি সরকারের বিভিন্ন উন্নয়ন ও পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি । তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশুনার পাশাপশি খেলাধুলার কোন বিকল্প নাই।” মতবিনিময় সভা শেষে তিনি বিদ্যালয় আঙিনায় বৃক্ষ রোপনের উদ্বোধন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সরঞ্জাম উপহার দেওয়ার প্রতিশ্রæতি দেন।