ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১২:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিতলমারীতে হেনা আক্তার নামে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার 

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Tuesday, November 5, 2024 - 5:15 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 47 বার

সবুজ শিকদার,জেলা প্রতিনিধি বাগেরহাটঃ

চিতলমারীতে হেনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে আটটার সময় উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের ঘোলা গ্রামের বসত বাড়ি থেকে তার মরা দেহ উদ্ধার করা হয়। হেনা আক্তার আরিফ শিকদারের স্ত্রী।হেনা আক্তার গোপালগঞ্জ জেলার সদর থানার  বেন্নাবাড়ি এলাকার টুলু শেখের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, হেনা আক্তার (২৫), এর সাথে জাফর শেখের ছেলে সাব্বির শেখ (২২)এর পরকীয়া প্রেমের সূত্র ধরে গত (৩ নভেম্বর) রাতে হেনা আক্তার  ও পরকীয়া প্রেমিক সাব্বির শেখকে একসাথে দেখে ফেলে। পরবর্তীতে (৪ নভেম্বর) স্থানীয় লোকজন উক্ত বিষয়ে সালিশ বৈঠক করে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরাদহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।তদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ  জানা যাবে।