গৌরম্ভা খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
মেহেদী হাসান( রামপাল) সংবাদদাতা।।
রামপালের ঐতিহ্যবাহী গৌরম্ভা খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ মিলন আয়তনে ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গততাল (৩০) ডিসেম্বর সোমবার সকালে মাষ্টার মুজিবুর রহমান জোয়ার্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও গবেষক এবং গৌরম্ভা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা শেখ মনির-উজ্জামান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন আকুন্জি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক জি,এম,নজরুল ইসলাম সাহেব,উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন গৌরম্ভা ইউনিয়ন জামায়েত ইসলামের আমীর মাস্টার আলমগীর হোসেন,ইঞ্জিনিয়ার আলহাজ্ব ফয়সাল হোসেন,ইউনিয়ন জামায়েতের সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত শেখ, বিশিষ্ট শিক্ষাবিদ মেম্বর মোঃ আবু মুছা আকুন্জি এবং অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রউফ শেখ (মনি),মোঃ মিজান,মোঃ হিরক স্যার সহ সাবেক ছাত্রদল নেতা সরর্দার মোহতাদির,সাবেক মেম্বর মোঃ নাসির উদ্দীন জোয়ার্দার, বিশেষ সমাজকর্মী মোঃ ইকবাল গাজী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।