ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

খুলনা ৬০০ টাকায় গরুর মাংস দিলো  ব্লাড ব্যাংক

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Friday, March 22, 2024 - 12:00 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 147 বার

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ৬০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন খুলনা ব্লাড ব্যাংক। শুক্রবার প্রথম দিনে ৪৭০ জন ১ কেজি করে মাংস কিনেছেন। রমজানের শুরু থেকে খুলনার বিভিন্ন বাজারে শুক্রবার ৭২৫ থেকে ৭৫০ টাকা কেজিতে মাংস বিক্রি হচ্ছে। আগামী শুক্রবারও ব্লাড ব্যাংকের উদ্যোগে একই দরে মাংস বিক্রি করা হবে।

শুক্রবার সকালে নগরীর শিববাড়ি মোড়ে মাংস বিক্রি কার্যক্রম শুরু করেন তারা। এই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। এ সময় কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

খুলনা ব্লাড ব্যাংকের সভাপতি সালেহ উদ্দিন সবুজ জানান, রমজান মাসে নিম্ন আয়ের মানুষের জন্য গরুর মাংস কিনতে পারছেন না। তাই তাদের কথা বিবেচনায় নিয়ে ৬০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়। গত বৃহস্পতিবার কেসিসির প্যানেল মেয়র এস এম খুরশিদ আহমেদ টোনার ফার্ম থেকে বাছাই করে গরু কেনা হয়েছে। এরপর শুক্রবার সকালে মাংস বিক্রি শুরু হয়। প্রথম দিনে ৪৭০ জন ১কেজি করে গরুর মাংস কিনেছেন। ব্লাড ব্যাংকের ১০ জন স্বেচ্ছাসেবক আগের রাত থেকে পরিশ্রম করেছেন।

তিনি বলেন, কেসিসি ও মেট্রোপলিটন পুলিশ এই কাজে সহযোগিতা করেছে। আপাতত প্রতি শুক্রবার একটি করে গরু ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হবে জানা যায়।