খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক কুচকাওয়াজ
খুলনা প্রতিনিধি
আজ ২৫ মার্চ সোমবার সকাল ০৯.৩০ ঘটিকায় কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির জীবনে এক অনন্য দিন। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম মহোদয় বয়রাস্থ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত প্রস্তুতিমূলক কুচকাওয়াজ ও শরীর চর্চা পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।
উক্ত প্রস্তুতিমূলক কুচকাওয়াজে কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন (বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এবং অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) পলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।