ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানপুর ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং আর্থিক অনুদান প্রদান

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Thursday, October 10, 2024 - 4:24 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 69 বার

চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন।  বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে ইউনিয়ন বিএনপির সভাপতি মো: হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক বাবুল ফকিরের নেতৃত্বে ইউনয়নের বিভিন্ন নেতা-কর্মীরা এ পুজামন্ডপ পরিদর্শনে অংশ নেন। এ সময় নেতা-কর্মীরা মন্দির কর্তৃপক্ষের সাথে তাদের নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। মন্দির কর্তৃপক্ষকে সার্বিক নিরাপত্তার বিষয়ে নেতা-কর্মীরা আশ্বস্ত করেন এবং তাদের বিভিন্ন অসুবিধার কথা শুনে তা’ সমাধানের আশ্বস্ত করেন। সর্বশেষে মণ্ডপে সহযোগিতার অংশ হিসাবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ব্যক্তিগত আর্থিক অনুদান প্রদান করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বস্ত করেন। এ সময় ইউনিয়নের বিভিন্ন নেতা-কর্মীও চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।