ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১০জন  মাদক কারবারি আটক

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Wednesday, July 10, 2024 - 10:48 am
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 103 বার

আবু বকার সিদ্দীক হিরা,নিজস্ব  প্রতিবেদক।

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ০১ কেজি ৯০ গ্রাম গাঁজা এবং ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১০ জন মাদক কারবারি গ্রেফতারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) প্রীতম সরকার(২৫), পিতা-সত্যরঞ্জন সরকার, সাং-শংকর দানা, থানা-পাইকগাছা, জেলা-খুলনা, এ/পি সাং-নিরালা আবাসিক এলাকা, থানা- খুলনা; ২) বুলু বেগম(৫০), পিতা-মৃত: আব্দুল আলী, স্বামী-শফিক, সাং-রায়ান্দা কুড়েখালী, থানা-শরণখোলা, জেলা-বাগেরহাট, থানা-খুলনা; ৩) মোঃ হাসিব শেখ(২০), পিতা-মোঃ হালিম শেখ, সাং-তুলাতল, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট, এ/পি সাং-ট্রাক স্ট্যান্ড, থানা-সোনাডাঙ্গা মডেল; ৪) ফেরদাউস ফিদ্দু(৫০), পিতা-মৃত: আঃ হাকিম, সাং-দাওয়া, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-জিন্নাহপাড়া, থানা-লবণচরা; ৫) মোঃ নুর ইসলাম(৩৫), পিতা-মৃতঃ আহাদ আলী ফরাজী, সাং-কৈয়া বাজার বিধান সড়ক, থানা-হরিণটানা; ৬) মোঃ জনি শেখ(৪৭), পিতা-মৃতঃ শেখ রমজান আলী, সাং-রায়েরমহল পশ্চিম পাড়া কুলতলা, থানা-আড়ংঘাটা; ৭) মোঃ বিল্লাল হোসেন(৩১), পিতা-মোহাম্মদ আলী, সাং-নিশ্চিন্তপুর, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা; ৮) শেখ নাঈম হাসান(২৫), পিতা-মৃত: ফারুকুল ইসলাম, সাং-নেহালপুর, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-রহমতপাড়া, থানা-সোনাডাঙ্গা মডেল; ৯) জয় দাশ(২৩), পিতা-দিলীপ দাশ, সাং-মহির বাড়ী বড় খালপাড়, থানা-লবণচরা; ১০) মোঃ কুতুব শেখ(৪৫), পিতা-মোঃ মন্টু শেখ, সাং-দেয়ানা পূর্বপাড়া, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ০১ কেজি ৯০ গ্রাম গাঁজা এবং ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৯ টি মাদক মামলা রুজু করা হয়েছে।