কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১৩ জন মাদক কারবারি আটক
খুলনা প্রতিনিধি
কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল, ৭৬০ গ্রাম গাঁজা এবং ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১৩ (তের) জন মাদক কারবারি গ্রেফতারঃ
খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি মোঃ ইমরান হোসেন পরাগ(৪৭), পিতা-মৃত: ইসমাইল হোসেন, সাং-বিকে মেইন রোড, থানা- খুলনা; আনোয়ার হোসেন বাবু(৩৫) পিতা-মৃত: আমজাদ আলী, গ্রাম হরিণখালা, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট, এ/পি সাং-পশ্চিম বানিয়াখামার থানা-সোনাডাঙ্গা মডেল, আরাফাত মুন্সি(১৯) পিতা-মোঃ আলাউদ্দিন মুন্সি, সাং-বাসুয়াড়ী, থানা-অভয়নগর, জেলা-যশোর, মাসুদ গাজী(৩২) পিতা-জলিল গাজী, সাং-ভৈরবপাশা, থানা-নলসিটি, জেলা-ঝালকাটি; মোঃ মোশারফ হোসেন(৩২), পিতা-আমির হামজা, সাং-খেজুরবাড়িয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা; মোঃ তরিকুল ইসলাম(২৫), পিতা-মোঃ ইসহাক শেখ, সাং-তৈয়বা কলোনী, থানা-খালিশপুর; মোঃ সুমন সরদার(২৮), পিতা-মৃত: শাহাজাহান সরদার, সাং-মহেশ্বরপাশা, থানা-দৌলতপুর; মোঃ আনারুল(২৫), পিতা-আব্দুল মান্নান গাজী, সাং-পুরাতন সাতক্ষীরা, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-মহেশ্বরপাশা পশ্চিমপাড়া, থানা-দৌলতপুর; সালমান হোসেন সবুজ(২৬), পিতা-শেখ আবুল হাসেম, সাং-নতুন বাজার, থানা-খুলনা; ফরিদা বেগম(৬০), স্বামী-মতিউর@মতিয়ার হাওলাদার, সাং-ফুলবাড়ীগেট, থানা-খানজাহান আলী; সপ্নীল জাহান সাথী(২৮), পিতা-মৃত: জামাল উদ্দিন বুলু, সাং-১৯/৫ মুসলমান পাড়া, থানা-খুলনা, এ/পি সাং-মুজাহিদ পাড়া, থানা-লবণচরা; মোঃ বিল্লাল হোসেন(৪২), পিতা-মোঃ সবুর মালী, সাং-বামিয়া, থানা-কয়রা, জেলা-খুলনা, এ/পি সাং-জিরোপয়েন্ট, থানা-লবণচরা এবং মোঃ অন্তর শেখ (১৯), পিতা-মোঃ ওহিদুল শেখ, সাং-কালভার্টের মোড় আলীর ক্লাব, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ২৫ বোতল ফেন্সিডিল, ৭৬০ গ্রাম গাঁজা এবং ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।