ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক ৭

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Saturday, April 20, 2024 - 11:19 am
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 138 বার

খুলনা প্রতিনিধি

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ০২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ লিটার চোলাই মদসহ ০৭ (সাত) জন মাদক কারবারি গ্রেফতারঃ

গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ মাসুম হাওলাদার(২৮), পিতা-মৃত: আঃ হক হাওলাদার, সাং-তেলেখালি, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর; ২) মোঃ জসিম(৩১), পিতা-মৃত: আজিজ, সাং-বৈটপুর, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট; ৩) মোঃ সোহেল আকন(২৭), পিতা-মৃত: নূর ইসলাম, সাং-শিরোমণি, থানা-খানজাহান আলী; ৪) নাইমুর হাসান পিয়াল(১৯), পিতা-মোঃ জাহাঙ্গীর মুন্সি, সাং-দৌলতপুর খান রোড, থানা-দৌলতপুর; ৫) মোঃ সালাম ঢালী(৫৫), পিতা-মৃত: মফিজ উদ্দিন ঢালী, সাং-০২ নং কাশেম সড়ক, থানা-খুলনা; ৬) মোঃ ফারুক জমাদ্দার(৫৭), পিতা-মৃত: আনোয়ার হোসেন জমাদ্দার, সাং-পশ্চিম শোলক, থানা-উজিরপুর, জেলা-বরিশাল; ৭) মোঃ সোহাগ@বিশু(৩০), পিতা-মোঃ রহিম, সাং-নয়াবাটি দুর্বার সংঘ ক্লাবের মোড়, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ০২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ লিটার চোলাই মদ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৬ টি মাদক মামলা রুজু করা হয়েছে।