ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে, ফকিরহাট উপজেলায় মোট ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Sunday, April 21, 2024 - 3:03 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 137 বার
বাদশা আলম ,নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান পদে ৪ জন পুরুষ ভাইস চেয়ারম্যান এবং ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে  মনোনয়নপত্র দাখিল করেছেন। অনলাইনে আবেদনসহ মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন রোববার (২১ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তার দফতরে স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ফকিরহাট উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি স্বপন দাশ, শেখ ওয়াহিদুজ্জামান বাবু এবং ফজিলা বেগম। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  শেখ মোস্তাহিদ সুজা, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওসার আলী ফকির, ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ ইমরুল হাসান ও সৈয়দ অলিদ ইমন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে তহুরা খানম সাথী ও আয়েশা সিদ্দিকা সুমি মনোনয়ন জমা দিয়েছেন। দ্বিতীয় ধাপের তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ২১ এপ্রিল শেষ সময়, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ প্রতীক বরাদ্দ ২ মে। আর ফকিরহাট উপজেলায় ভোটগ্রহণ হবে ২১ মে।
এবার প্রথমবারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান বাধ্যতামূলক করা হয়েছে। তা ছাড়া মনোনয়নপত্রে লিঙ্গ হিসেবে ‘হিজড়া’ অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ হিজড়ারা চাইলে হিজড়া পরিচয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। অন্য নির্বাচনে এই বিধান আগেই করা হয়েছিল। উপজেলায় তা সংযুক্ত করা হয়েছে। এদিকে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হতে এত দিন ২৫০ জন ভোটারের সমর্থনসূচক সই মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হতো। এবার সে বিধান বাদ দেওয়া হয়েছে। ফলে স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারদের সমর্থনসূচক সইয়ের তালিকা আর দিতে হবে না। এ ছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনে কোনো পদে একাধিক প্রার্থী সমান ভোট পেলে আবার ভোট করার বিধান ছিল। এখানে এবার সংশোধনী আনা হয়েছে। একাধিক প্রার্থী সমান ভোট পেলে ফলাফল নির্ধারণ করা হবে লটারিতে হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।