ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

অবশেষে দীর্ঘ ৫ বছর পর উন্মুক্ত হল চুলকাঠি বাজার পাবলিক টয়লে

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Wednesday, November 27, 2024 - 12:20 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 24 বার

চুলকাটি প্রতিনিধি
অপেক্ষার পালা শেষে দীর্ঘ ৫ বছর পর অবশেষে উন্মুক্ত করা হল চুলকাঠি বাজার পাবলিক টয়লেট। ফলে বাজার ব্যবসায়ীদের দীর্ঘ দিনের সমস্যার সমাধান হল। সূত্র জানায়, দক্ষিণাঞ্চলের একটি বড় বাজার ও ব্যবসায়ী মুকাম হলো বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজার। নারকেল, দুধ, কাচামাল, কাঠসহ কয়েকটি কারণে এ বাজারে ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতি বেশি। এতো বড় বাজারে ব্যবসায়ীসহ সাধারন মানুষের প্রসাব-পায়খানা সমস্যা সমাধানে একটি পাবলিক টয়লেট থাকলেও সংস্কারের অভাবে তা’ অনেকটা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। ফলে শত শত মানুষের সমস্যার কথা বিবেচনা করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০১৯-২০ অর্থবছরে ১০ লক্ষ টাকা বরাদ্ধ করে আরেকটি পায়লিক টয়লেট নির্মাণের সিদ্ধান্ত নেয় । টেন্ডারের মাধ্যমে কাজটি জুন’২০ শেষ হলেও দীর্ঘদিন ধরে উদ্বোধন না হওয়ার কারণে পাবলিক টয়লেটটি ব্যবহার করা যাচ্ছিল না। গত ৫ আগষ্ট বিপ্লবের পর সারাদেশের ন্যায় চুলকাটি বাজারেও সামাজিক ও রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন হয়। ফলে বাজারের ব্যবসায়ীরা টয়লেটটি চালু করার জন্য বাজার পরিচালনা কমিটিকে অনুরোধ করে। ব্যবসায়ীদের সমস্যা সমাধানে বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো: আ: কুদ্দুস শেখ, সাধারন সম্পাদক মল্লিক আমিনুল ইসলাম মুক্ত, সাংগাঠনিক সম্পাদক শওকাত হাওলাদারসহ স্থানীয় ব্যক্তিবর্গের উদ্যোগে গতকাল সকালে উদ্বোধনের মাধ্যমে টয়লেটটি উস্মুক্ত করা হয়।